Skip to main content

Posts

Md Sohel Rana with his one moment

Hi friend, I'm  Md Sohel Rana . Okay go to read of Md Sohel Rana's life story or some moment. ছবিটা পিকনিক থেকে তোলা আর আমার সাথে ঘটে যাওয়া রিসেন্ট একটা গল্প৷ সময় রাত ১২টা হঠাৎ করে মনে ভাল নেই৷ আম্মুকে বললাম কিছু টাকা দেও৷ তিনি দেন নি৷ অবশ্য আমার কাছে ২০ টাকা ছিল৷ তারপর ভাবলাম যাইহোক বড় ভাইয়ের দোকানে একটা স্পিরিট খাবো পরে ৫ টাকা দিব৷ সে আমাকে খুব সম্মান করে৷ অবশ্য সে আমার পরিচিত বড় ভাই৷  তাকে বললাম ভাই, একটা ঠান্ডা স্পিট দেন৷ সে টাইগার দিচ্ছে৷ যেহেতু টাইগার আমার ভালই লাগেনা৷ সে তারপর কী স্পিট দিল৷ আবশ্য দিনটা ছিল ফাল্গুনের কিন্তু হঠাৎ করে সন্ধ্যা হল তখন থেকেই প্রচণ্ড বাতাস তার মানে ঝড় আসবে আসবে ভাব৷ আমার দু'চোখে ধুলোবালি কণা গেল কী আর করার বলো, চোখ ঢেকে ঢেকে গেলাম আমাদের পুকুর পাড়ে অবশ্য সাথে আমার বন্ধু ছিল৷ সে হঠাৎ আমার বাসায় আসলো বললো, কীরে, তুই যে ছবি দিলি সেগুলো কী পরে যে তুললাম সেগুলো৷ তারপর বলি তবে ঘোড়ায় চড়ে যে ছবি তুললাম সে গুলো কই? আমি বললাম আমি আগের গুলোই মেসেজ্ঞারে দিয়েছি৷ আচ্ছা যাইহোক, কি খবর তর? আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখে৷

Md Sohel Rana with Md Jahirul Islam Khan

Md Sohel Rana with Md Jahirul Islam Khan জানি না পৃথিবীতে আমার কত সময়টুকু আছে৷ এই পৃথিবীর রঙ্গশালা বড়ই মায়া যা ভুলেও ভুলা যায় না৷ কেবল মনে হয় বেঁচে থাকি অনন্ত কাল পৃথিবীর বুকে৷ এই যে আমার দুজন আমি Md Sohel Rana এবং আমার বন্ধু Md Jahirul Islam Khan৷ কবে যে হারিয়ে যাই তার কোন সঠিক সময় নেই৷ প্রতিদিনি মানুষ জন্মগ্রহণ-মৃত্যুবরণ করছে, কই কেউ একজন মরলে তো হৃদয়ে একটা ডাক দেয় না, হে সোহেল তুইও ঠিক একদিন এভাবে চলে যাবি৷ কারো মৃত্যুতে চোখের জলটাও ঝড়ে না৷ সত্যিই তো পৃথিবীতে বেঁচে থেকে শয়তানের ধোঁকায় পড়ে হৃদয়টা পাথর হয়ে গেছে৷ Md Sohel Rana কখনও মুখে হাসিটাও দেখা যায় না আজকাল৷ মনে অভিনয়ে বেঁচে আছি সবার চোখের সামনে৷ মন চায় উড়ে ঐ নীলাকাশে কেবল পাখাটাই নাই৷ ইচ্ছাগুলো অসীম অনন্ত অদূর৷ Md Sohel Rana মনটা যে কেমন বায়না ধরে আজকাল মনে হয় আজও সেই ছোট্টটি আমি সোহেল৷ যখন মন চায় যা চায় তাই করি৷ অবশ্য সব করি না দু'একটা যে গুলো না হলেই নয়৷ মানুষ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল চাইতেই থাকে আর তার চাওয়া শেষ হয় না৷ Md Sohel Rana কী আর করার বলুন তবুও নিজেকে নিজের ইচ

I am Md Sohel Rana I love the World

পৃথিবীর রং দেখে খুব ইচ্ছে হয় যদি চির অনন্ত যৌবনা ভোগী হতাম৷ প্রকৃতির রূপ-রস-গন্ধ-স্বাদ যেন লেগে থাকে প্রতিটা মুহূর্ত৷ ইচ্ছে হয় মিয়ে যাই তটে, সবুজ শ্যামল মাঠে-ঘাটে৷ কবি জীবনান্দ দাশ যেমন বাংলার  Md Sohel Rana পাড়ে রয়ে যেতে চেয়েছে, ঠিক তেমনটি আমারও স্বাদ হয় চির-যৌবনের মুকুট পড়ে থাকতে৷ মাঠের সবুজ প্রান্তে তাকিয়ে তাকিয়ে ভাবি আবার নরম মনেও কাঁদি কখন যে এই সুখ-দুঃখ কষ্টের বাগিদার মানুষগুলো নিমিষেই হারিয়ে যাবে কিছুই থাকবে না, কোন স্মৃতিটুকুও তখন আর কাছে ভিড়বে না৷  Md Sohel Rana বিধাতার এই জীবন-মরণ খেলা যতদিন পৃথিবীর অস্তিত্ত থাকবে ততদিন স্রোতস্বরে ভাসবে৷ জানি, আমিও চলে যাব কোন একদিন৷ কেউ থাকবে না বলার আমার কথাগুলো, কেউ থাকবে না হাসার আমার মত, কেউ মনে রাখবে না এই আমাকে৷ কিন্তু হে, 'আমিতো আমি৷ বেখালী মন অমলিন হাসির পুষ্প উদ্যনে শুধুই একাই আমি৷' Md Sohel Rana যাইহোক, এই জীবন যুদ্ধ খেলায় কেবল দয়াময় প্রভুর আর্শীবাদেই সুন্দর অন্তত রয়ে যায়৷ তার প্রতিটা হুকুম মাননে শান্তি এটা প্রমানিত যুগযুগ ধরে অবিরত৷  Md Sohel Rana পরে কথা হবে আবার৷  Oh yea, Maje maje